বিদেশ থেকে আমদানির কারণে চালের বাজারে পাইকারি পর্যায়ে কিছুটা দাম কমলেও খুচরা পর্যায়ে এখনো এর কোনো প্রভাব পড়েনি। আগের দামেই খুচরা বাজারে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা চাল পুরোপুরি বাজারে এলে চালের দাম কমতে পারে।
নিত্যপণ্যের বাজার আবার ঊর্ধ্বমুখী। সবগুলো পণ্যের দামই বেড়ে গেছে। গত জুন থেকে শুধু চালের দাম বাড়লেও জুলাই-আগস্টে বেড়ে গেছে অন্যান্য পণ্যের দামও। কোনো কোনো পণ্যের দাম গত বছরের তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বাজার বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, অস্বাভাবিক এ পরিস্থিতি শুধু ভোক্তাকে নয়, শেষ সময়ে এসে সরকারকেও বড় ধরনের সংকটে ফেলতে পারে। এ অবস্থায় ভোক্তারা একপ্রকার অসহায়।